জানুয়ারিতে বিদেশি লেনদেন কমেছে ১৭ কোটি টাকা
নতুন বছরের প্রথম মাস জানুয়ারিতে পুঁজিবাজারে প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন কমেছে ১৭ কোটি টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য মতে, প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার কেনা-বেচা বাবদ লেনদেন হয়েছে ৩৩১ কোটি ৪৫ লাখ টাকা। এর মধ্যে তারা শেয়ার বিক্রি করেছেন ১৭৭ কোটি ২৭ লাখ টাকার। একই সময়ে শেয়ার কিনেছেন ১৫৪ কোটি ১৮ লাখ টাকার। অর্থাৎ ২৩ কোটি ৯ লাখ টাকার নিট বিনিয়োগ কমেছে।
এর আগের মাস ডিসেম্বরে বিদেশিরা মোট লেনদেন করেছে ৩৪৮ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার। এর মধ্যে বিদেশিরা ১৯৪ কোটি ১৯ লাখ টাকার শেয়ার বিক্রি করেছেন। তার বিপরীতে শেয়ার কিনেছেন ১৫৪ কোটি ৬৬ লাখ টাকার।
এমআই/এমএইচএস