বিটকয়েনের দাম ২০ হাজার ডলার ছাড়াল
ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে নতুন যুগের সূচনা ঘটলো। বিশ্বের সবচেয়ে বড় ও পরিচিত ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম এই প্রথমবারের মতো ২০ হাজার ডলার ছাড়িয়ে গেল
সাড়ে ৪ শতাংশ মূল্য বৃ্দ্ধির পর বুধবার এই ক্রিপ্টোকারেন্সির দাম গিয়ে ঠেকেছে ২০,৪৪০ মার্কিন ডলারে।
করোনা এ মহামারির এ বছরটা বিটকয়েনের জন্য ভালোই যাচ্ছে। দেখা যাচ্ছে বড় বিনিয়োগকারীদের তরফ থেকে এর চাহিদা বেড়েছে। পৃথিবীর কোনো কোনো দেশে সীমিত পরিসরে বিটকয়েনকে ব্যবহার করা হয় নিজস্ব মুদ্রার মতো। তবে বিটকয়েন যেন মূলধারার লেনদেনে আসতে পারে দিন দিন সে চাওয়া বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে এর দামও।
তবে এ বছরের অক্টোবরে পেপ্যাল যখন ঘোষণা দেয় তাদের নতুন একটি সার্ভিসের মাধ্যমে পেপ্যাল অ্যাকাউন্ট থেকেই সরাসরি বিটকয়েন বেচাকেনা করা যাবে, তখনই মূলত তরতর করে বাড়তে শুরু করে বিটকয়েনের দাম।
বিশ্বজুড়ে পেপ্যালের আড়াই কোটির বেশি মার্চেন্ট রয়েছে। প্রতিষ্ঠানটি তাদের জন্যও কেনাবেচার ক্ষেত্রে বিটকয়েন ব্যবহারের সুযোগ রাখার পরিকল্পনা করছে।
করোনা মহামারি শুরুর পর মার্চের দিকে অবশ্য অন্যান্য খাতের মতো বিটকয়েনকেও হোঁচট খেতে হয়েছিল। ওইসময় এর মূল্য প্রায় ২৫ শতাংশ কমে গিয়েছিল। এরপর অল্পসময়ের মধ্যেই ঘুরে দাঁড়িয়েছে এ ভার্চুয়াল মুদ্রা