স্যোশাল ইসলামী ব্যাংক কর্মকর্তার নামে দুদকের মামলা
গ্রাহকের সঞ্চয়ী হিসাবের সাড়ে ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে স্যোশাল ইসলামী ব্যাংক লিমিটেডের অফিসার (ক্যাশ) হাসান মোহাম্মদ রাশেদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ (মঙ্গলবার) নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুবেল আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় আসামির বিরুদ্ধে প্রতারণার ও জালিয়াতির আশ্রয় নিয়ে সোশ্যাল ইসলামী ব্যাংকের ফেনী শাখা থেকে ৫ গ্রাহকের সঞ্চয়ী হিসাবের ১৮ লাখ ৩৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে আত্মসাত করা টাকা স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং সংক্রান্ত অপরাধ করেছেন তিনি।
আসামি হাসান মোহাম্মদ রাশেদ ক্যাশ অফিসার হিসাবে সোশ্যাল ইসলামী ব্যাংকের ফেনী শাখায় ২০১৬ সালের ৪ মার্চ থেকে ২০১৯ সালের ১৬ জুলাই পর্যন্ত কর্মরত ছিলেন। ২০১৭ সালের ৩০ এপ্রিল থেকে ২০১৮ সালের ১১ সেপ্টেম্বরের মধ্যে ওই আত্মসাতের ঘটনাটি ঘটে। আত্মসাতের অভিযাগ ওঠার পর অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় রাশেদকে সাময়িক বরখাস্ত করে ব্যাংক কর্তৃপক্ষ।
আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪৬৭/৪৬৮/৪৭১/৪২০ ধারা ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ৪(২) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
আরএম/এনএফ