ওজনে চাল কম দেওয়ায় বিগ বাজারকে জরিমানা
ওজনে কম চাল দেওয়া ও পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় বিগ বাজারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৭ ডিসেম্বর) রাজধানীর ওয়ারী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
বিএসটিআই জানায়, সোমবার ঢাকার ওয়ারী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বিগ বাজারে সাবেরা পিওর ব্রান্ডের নাজিরশাইল চালের ২০ কেজির দুটি বস্তায় যথাক্রমে ৪৩৮ গ্রাম চাল কম থাকায় এবং পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে সংস্থাটির পরিদর্শক মো. ইনজামামুল হক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অংশগ্রহণ করেন। অভিযানে সার্বিক সহযোগিতা করেন ওয়ারী থানার পুলিশ সদস্যরা।
এসআই/জেডএস