ইস্টার্ন লুব্রিকেন্টস ও বিএসসির লভ্যাংশ ঘোষণা
শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স রিফাইনারি লিমিটেড ও বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) লিমিটেড। ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে তারা।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) কোম্পানি দুটির পরিচালনা পর্ষদ সভায় বিদায়ী বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে।
কোম্পানি দুটির মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি ইস্টার্ন লুব্রিকেন্টসের পরিচালনা পর্ষদ সাধারণ শেয়ারহোল্ডারদের ১৬০ শতাংশ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। এর মধ্যে ১৪০ শতাংশ নগদ আর ২০ শতাংশ বোনাস। একইসাথে প্রতি ৫টি শেয়ারের বিপরীতে ১টি বোনাস শেয়ার পাবেন তারা।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী বছরের ১২ মার্চ। ওই দিন ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ডের দিন নির্ধারণ করা হয়েছে ১৮ জানুয়ারি।
বিদায়ী বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫২ টাকা ১৮ পয়সা। আগের বছর শেয়ারপ্রতি ৫ টাকা ৪৩ পয়সা আয় হয়েছিল। তাতে ৩০ জুন সময়ে কোম্পানিটির নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২২৭ টাকা ৬৩ পয়সা।
অপর কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) লিমিটেড সাধারণ শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। বিদায়ী বছরের কোম্পানির প্রকৃত মুনাফা হয়েছে ৭২ কোটি ৩ লাখ টাকা। এর আগের বছরের চেয়ে যা ৩০ কোটি ৫৬ লাখ টাকা বেশি।
এমআই/এইচকে