বিনিয়োগকারীদের মূলধন বেড়েছে ৪ হাজার কোটি টাকা
সূচকের উত্থানের মাধ্যমে বিজয়ের মাস ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ পার করল দেশের পুঁজিবাজার। আলোচিত সপ্তাহে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম ও সূচক বাড়ায় বিনিয়োগকারীদের বাজার মূলধন অর্থাৎ পুঁজি বেড়েছে চার হাজার কোটি টাকা।
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য মতে, ৫-৯ ডিসেম্বর সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৩৮৪টি প্রতিষ্ঠানের শেয়ার। এর মধ্যে দাম বেড়েছে ২৭৮টি, কমেছে ৭৯টি আর অপরিবর্তিত রয়েছে২৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের।
বেশিরভাগ শেয়ারের দাম বাড়ায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৮ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৯৮৪ দশমিক ৭৪ পয়েন্টে।
অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৬ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪৭৫ দশমিক ৪৬ পয়েন্টে। তবে ডিএসই-৩০ সূচক ৩ দশমিক ৭৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ৬৩২ পয়েন্টে।
তিনটি সূচকের দুটির দাম বাড়ায় বিনিয়োগকারীদের বাজার মূলধন বেড়েছে চার হাজার ৩৪৯ কোটি ৮৫ লাখ ২৪ হাজার ৬৯৯ টাকা। সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৫২ হাজার ৮৪০ কোটি ৬২ লাখ ৬৯ হাজার ৬৯১ টাকা।
আর সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শেষে বৃহস্পতিবার বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ৫৭ হাজার ১৯০ কোটি ৪৭ লাখ ৯৪ হাজার ৩৯০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীরা চার হাজার ৩৪৯ কোটি ৮৫ লাখ ২৪ হাজার ৬৯৯ টাকা ফিরে পেয়েছে।
পুঁজি বৃদ্ধির সাথে সাথে ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়েছে। লেনদেন আগের সপ্তাহের চেয়ে প্রায় ৩শ কোটি টাকা বেড়ে পাঁচ হাজার ৩০৯ কোটি ১ লাখ ৪৬ হাজার ১৭৯ টাকায় দাঁড়িয়েছে।
বিদায়ী এ সপ্তাহে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহজুড়ে সিএসইতে ৩৩৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৪৩টির, কমেছে৭৭টির আর অপরিবর্তিত রয়েছে ১৫টি কোম্পানির। তাতে সার্বিক সূচক সিএএসপিআই ২০৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৪৬২ দশমিক ১৮ পয়েন্টে।
সবমিলিয়ে সিএসইতে বিদায়ী সপ্তাহে লেনদেন হয়েছে ২৩৫ কোটি ৭০ লাখ ২৮ হাজার ৪৩১ টাকার। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২৪২ কোটি ৬৫ লাখ ৯৭ হাজার ৭২৬ টাকার।
এমআই/এসএসএইচ