‘অনলাইনে ভ্যাট দিন, দেশ গড়ায় অংশ নিন’
‘অনলাইনে ভ্যাট দিন, দেশ গড়ায় অংশ নিন’ এ স্লোগানকে সামনে রেখে ঢাকাসহ সব বিভাগীয় শহর ও কমিশনারেট কার্যালয়ে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন শুরু হচ্ছে।
শুক্রবার (১০ ডিসেম্বর) ভ্যাট দিবস এবং একইসঙ্গে ১০-১৫ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ উদযাপনের লক্ষ্যে নানা কর্মসূচি নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
কোভিড পরিস্থিতিতে ভ্যাট দিবসে শোভাযাত্রাসহ বেশ কিছু কর্মসূচি বাতিল করলেও কেন্দ্রীয়ভাবে সেমিনারের আয়োজনসহ ভ্যাট অফিসগুলোতে বিশেষ সেবা দেওয়া হবে।
এ বিষয়ে এনবিআরের সদস্য (ভ্যাট বাস্তবায়ন) আব্দুল মান্নান সিকদার বলেন, এবার কোভিড পরিস্থিতির কারণে ভ্যাট দিবসে অনেক কর্মসূচি বাতিল করা হলেও কেন্দ্রীয়ভাবে সেমিনার ছাড়াও সব ভ্যাট অফিসে করদাতাদের বিশেষ সেবা দিতে উদ্যোগ নেওয়া হয়েছে। ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহে করদাতাদের মধ্যে ভ্যাট সচেতনতা বাড়ানোয় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, জাতীয় রাজস্ব বোর্ড ও ভ্যাট বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা পেশাদারিত্ব ও সেবার মনোভাব নিয়ে নিরলসভাবে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করে যাচ্ছেন। রাজস্ব আহরণের ৩৮ শতাংশের বেশি আসে ভ্যাট খাত থেকে।
এ বছরের ১০ ডিসেম্বর ষষ্ঠবারের মতো দিবসটি উদযাপিত হচ্ছে। আগে, প্রতি বছর ১০ জুলাই জাতীয় ভ্যাট দিবস পালিত হতো। বাংলাদেশে ১৯৯১ সালে মূসক প্রবর্তিত হওয়ার পর এ বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য ২০১১ সাল থেকে দিবস ও সপ্তাহ উদযাপন করা হচ্ছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিটিউটে জাতীয় পর্যায়ে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী নয়টি প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বিশেষ অতিথি হিসেবে এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
এরই মধ্যে ২০১৯-২০ অর্থবছরের জাতীয় পর্যায়ে সর্বোচ্চ মূল্য সংযোজন কর (ভ্যাট) দেওয়া নয়টি প্রতিষ্ঠানের নাম ঘোষণা করেছে এনবিআর। এছাড়া জেলা পর্যায়ে সর্বোচ্চ ভ্যাট দেওয়া ১০২টি প্রতিষ্ঠানের নামও ঘোষণা করা হয়েছে।
ভ্যাট সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রচার কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দেশের সব মোবাইল অপারেটরের মাধ্যমে গ্রাহকদের ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত এসএমএসের মাধ্যমে জানানো হবে। রেডিও, টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে ব্যাপক প্রচারণার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া দিবসটি উপলক্ষে স্টিকার ও লিফলেট বিতরণ করা হচ্ছে।
আরএম/আরএইচ