আমানত বিমার সঠিক তথ্য দিচ্ছে না ব্যাংকগুলো
হিসাবায়নের লক্ষ্যে ব্যাংকগুলোর আমানত বিমা প্রিমিয়ামের তথ্য ষান্মাষিক ভিত্তিতে নির্ধারিত ছকে দাখিলের নির্দেশনা রয়েছে। কিন্তু ব্যাংকগুলো সঠিক নিয়ম মানছে না। পাশাপাশি বিবরণীতে ভুল তথ্য দিচ্ছে।
এ পরিস্থিতিতে আমানত বিমা প্রিমিয়াম সঠিক তথ্য নির্ধারিত ছকে পাঠাতে আবারও নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংকের ডিপোজিট ইস্যুরেন্স ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি
সার্কুলার জারি করেছে।
নির্দেশনায় বলা হয়েছে, হিসাবায়নের লক্ষ্যে বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংককে তাদের আমানত বিমা প্রিমিয়াম নির্ধারণী সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাবলী ষান্মাষিক ভিত্তিতে নির্ধারিত ছকে অত্র বিভাগে দাখিলের নির্দেশনা রয়েছে। তবে সম্প্রতি পরিলক্ষিত হচ্ছে যে, কতিপয় ব্যাংক ষান্মাষিক ভিত্তিতে পাঠানো বিবরণীতে ভুল তথ্য ভুলভাবে বিবরণীতে দাখিল করছে, যা কাঙ্ক্ষিত নয়।
আমানত বিমা প্রিমিয়াম যথার্থভাবে নির্ধারণের স্বার্থে আগামী ষান্মাসিক থেকে অর্থাৎ ৩১ ডিসেম্বর, ২০২১ ভিত্তিক আমানত বিমা প্রিমিয়াম নির্ধারণী বিবরণী দাখিলের সময় ব্যাংকের আমানত, অন্য ব্যাংকের আমানত, ব্যাংকের ধার ও সরকারি আমানতের হিসাবের বিস্তারিত তথ্য দিতে বলা হয়েছে। এ সংক্রান্ত তথ্য প্রয়োজনীয় ক্ষেত্রে অবশ্যই সমন্বয় করতে হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এসআই/আরএইচ