১১০ টাকা লিটারে তেল বিক্রি শুরু রোববার
আন্তর্জাতিক বাজারে মূল্য বাড়ার অজুহাতে দেশেও ভোজ্যতেলের দর বাড়িয়েছেন ব্যবসায়ীরা। ফলে খুচরা পর্যায়ে বোতলজাত সয়াবিন তেল লিটারপ্রতি ১৫০ টাকার উপরে বিক্রি হচ্ছে। এমন পরিস্থিতিতে দাম স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ ট্রাকে ন্যায্যমূল্যে সয়াবিন তেল বিক্রি করবে সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। পাশাপাশি পেঁয়াজ, মসুর ডাল ও চিনিও বিক্রি করছে সংস্থাটি।
শনিবার (৪ ডিসেম্বর) টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
টিসিবির পক্ষ থেকে জানানো হয়, রোববার ৫ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত সয়াবিন তেল, মসুর ডাল, পেঁয়াজ ও চিনি বিক্রি করবে টিসিবি। কোভিড-১৯ চলাকালীন সময়ে সাধারণ আয়ের মানুষকে ভর্তুকি মূল্যে সারাদেশে ৪০০ থেকে ৪৫৯টি ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির এসব পণ্য বিক্রি করবে।
ট্রাক থেকে এক জন ক্রেতা ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি চিনি, ৬০ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল, ১১০ টাকা দরে ২-৫ লিটার সয়াবিন তেল ও কেজি ৩০ টাকা দরে পেঁয়াজ কিনতে পারবেন।
এসআই/জেডএস