বড় দরপতনের পথে পুঁজিবাজার, পৌনে ১ ঘণ্টায় কমেছে ৫৫ পয়েন্ট
টানা পাঁচ কার্যদিবস দরপতনের পর আজ (রোববার) আরও বড় দরপতনের পথে দেশের পুঁজিবাজার। এদিন শেয়ার বিক্রির চাপে লেনদেনের প্রথম পৌনে এক ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে কমেছে ৫৫ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১০৫ পয়েন্ট।
দরপতনে বিনিয়োগকারীদের মধ্যে আরও বেশি আতঙ্ক ছড়াচ্ছে। তারা আশঙ্কা করছেন আরও বেশি দরপতন হবে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, এই ভয়ে শেয়ার বিক্রি করে দিচ্ছেন বিনিয়োগকারীরা।
ডিএসইর তথ্য মতে, আজ লেনদেন শুরুর প্রথম পৌনে ১ ঘণ্টায় বাজারে ৩৪২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৭২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২২৬টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৪টি শেয়ারের দাম।
বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৫ পয়েন্ট কমে ৬ হাজার ৭৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর অন্য দুই সূচকও কমেছে। এর মধ্যে ডিএসইএস সূচক কমেছে ১০ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ২৩ পয়েন্ট কমেছে। এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ১৬১ কোটি ৭৭ লাখ ৭০ হাজার টাকার শেয়ার। অথচ অনান্য দিন ৪-৫ কোটি টাকা লেনদেন হতো।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ১০৫ পয়েন্ট কমে ১৯ হাজার ৯৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে লেনদেন হয়েছে ৪ কোটি ২৮ লাখ ৮৮ হাজার ৭০৫ টাকার শেয়ার।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৪টির, কমেছে ৬৮টির, আর অপরিবর্তিত রয়েছে ৯টি কোম্পানির শেয়ারের দাম।
এমআই/এনএফ