শেয়ার প্রতি এক টাকা লভ্যাংশ দেবে সিলকো ফার্মা
সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ অর্থাৎ শেয়ার প্রতি এক টাকা করে লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত সিলকো ফার্মাসিটিউক্যালস লিমিটেড। জুলাই ২০২০ থেকে ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
বুধবার (২৪ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
ডিএসইর তথ্য মতে, ২০১৯ সালে ওষুধ খাতে তালিকাভুক্ত কোম্পানিটির বিদায়ী বছরের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮২ পয়সা। যা গত বছরের চেয়ে ২ পয়সা বেশি। গত বছর অর্থাৎ ২০২০ সালের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৮০ পয়সা।
এই ৮২ পয়সা আয় থেকে উদ্যোক্তা-পরিচালকদের বাদ দিয়ে কেবল সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে কোম্পানিটি। তাতে কোম্পানিটির সাধারণ শেয়ারহোল্ডাররা শেয়ার প্রতি এক টাকা লভ্যাংশ পাবেন। এর আগের বছরও শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
কোম্পানিটিতে বর্তমানে ১০ কোটি ৩৮ লাখ ৭ হাজার শেয়ার রয়েছে। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৩৯ দশমিক ১২ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৮ দশমিক ৮৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৫২ দশমিক ৫ শতাংশ শেয়ার। ফলে কোম্পানির ৬১ দশমিক ৮৮ শতাংশ শেয়ারধারীদের এক টাকা করে লভ্যাংশ দেওয়া হবে।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ ডিসেম্বর। এজন্য কোম্পানির রেকর্ড নির্ধারণ করা হয়েছে আগামী ২০ ডিসেম্বর। চলতি বছরের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৮৫ পয়সা।
এমআই/জেডএস