পিপলস লিজিংয়ের ৯ বছরের হিসাবে বিশেষ নিরীক্ষা
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের ২০১৩-২০২১ সালের নিরীক্ষিত/অনিরীক্ষিত আর্থিক হিসাব বিশেষ নিরীক্ষক দিয়ে নিরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৩ নভেম্বর) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উচ্চ-আদালতের নির্দেশে সোমবার (২২ নভেম্বর) পিপলস লিজিংয়ের নবগঠিত পরিচালনা পর্ষদের সঙ্গে আলোচনা হয়।
যার আলোকে কোম্পানির ২০১৩ থেকে ২০২১ সালের অর্থাৎ ৯ বছরের আর্থিক হিসাব বিশেষ নিরীক্ষক দিয়ে নিরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একইসঙ্গে কোম্পানিটির কার্যক্রম চালু করতে ফাইন্যান্সিয়াল রিস্ট্রাকচারিংয়ের (পুনর্গঠন) বিভিন্ন দিক বিবেচনাপূর্বক সর্বাত্মক সহযোগিতা প্রদানেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এমআই/ওএফ