জামদানি-নকশিকাঁথা নিয়ে ভারতের মেলায় থাকছে বাংলাদেশ
আজ থেকে নয়াদিল্লিতে শুরু হতে যাওয়া ৪০তম ভারত আন্তর্জাতিক বাণিজ্য মেলায় (আইআইটিএফ) বিভিন্ন বাংলাদেশি পণ্য বিশেষ করে দেশের ঐতিহ্যবাহী নকশিকাঁথা, জামদানি শাড়ি, ঢাকাই মসলিন শাড়ি, পাট ও কাঠের কারুকাজ প্রদর্শিত হবে।
২৭ নভেম্বর পর্যন্ত চলবে মেলা। করোনা মহামারির কারণে গতবছর মেলাটি অনুষ্ঠিত হতে পারেনি।
স্থানীয় অংশগ্রহণকারীদের সাথে বাংলাদেশ, আফগানিস্তান, বাহরাইন, কিরগিজস্তন, নেপাল, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, তিউনিসিয়া ও তুরস্ক এবারের মেলায় অংশ নিচ্ছে।
মেলায় অংশ নিতে রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) মাধ্যমে পাঁচটি বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করা হয়েছে। সেগুলো হলো- বাংলাদেশ লোকশিল্প ও কারুশিল্প ফাউন্ডেশন, প্রাণ এগ্রো লিমিটেড, আধুনিক জামদানি ও থ্রি পিস, আধুনিকা, জেডএম ট্রেডার্স।
বাংলাদেশের স্টলে যেসব পণ্য প্রদর্শিত হবে তার মধ্যে থাকছে- নকশিকাঁথা, জামদানি, ঢাকাই মসলিন, মিরপুর কাতান, রাজশাহী সিল্ক, বুটিক ও সব ধরনের শাড়ি, পাটের পণ্য, কাঠের কারুপণ্য এবং পানীয়, মিষ্টান্ন ও রান্নার আইটেম।
সূত্র : বাসস।
এনএফ