মুনাফা কমেছে ইউসিবির
চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর অর্থাৎ তৃতীয় প্রান্তিকে মুনাফা কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেডের। কোম্পানির আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার (২৫ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
ডিএসইর তথ্য মতে, ২০২১ সালের তৃতীয় প্রান্তিকে ইউসিবির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৬৭ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৬৯ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি মুনাফা কমেছে ২ পয়সা।
শুধু শেষ তিন মাসেই নয়, চলতি বছরের তিন প্রান্তিকেই আগের বছরের একই সময়ের তুলনায় মুনাফা কমেছে ব্যাংকটির। চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৫ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল এক টাকা ৩৮ পয়সা ৯১ পয়সা। অর্থাৎ কোম্পানিটির প্রতিটি শেয়ারে ২৭ পয়সা মুনাফা কমেছে। তাতে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ৯৯ পয়সায়।
১৯৮৬ সালে তালিকাভুক্ত কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ আর ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছে। বর্তমানে কোম্পানির ১২৭ কোটি ৮৩ লাখ ৯৬ হাজার ৯৪৯টি শেয়ার রয়েছে। এ শেয়ারের ৩৬ শতাংশের মালিক উদ্যোক্তা-পরিচালকরা।
এমআই/এসএসএইচ