পদত্যাগপত্র জমা দিলেন ডিএসইর সিএফও
ব্যক্তিগত কারণ দেখিয়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান অর্থ কর্মকর্তার (সিএফও) পদ থেকে পদত্যাগ করতে চাচ্ছেন আবদুল মতিন পাটোয়ারী। গত ৩ অক্টোবর তিনি ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারেক আমিন ভূঁইয়া বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন।
মঙ্গলবার (৫ অক্টোবর) বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন তারেক আমিন ভূঁইয়া। তিনি বলেন, সিএফও মতিন পাটোয়ারী পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
২০১৫ সালে আব্দুল মতিন পাটোয়ারী ডিএসইর সিএফও হিসেবে যোগদান করেন। ছয় বছর দায়িত্বপালনকালে তিনি সিএফও পদের পাশাপাশি ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
এমআই/এইচকে