আবারও ১০০ টাকায় তেল বিক্রি করবে টিসিবি
করোনাকালীন সময়ে এবং দুর্গাপূজা উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর মূল্য স্থিতিশীল রাখতে সয়াবিন তেল, মসুর ডাল ও চিনি বিক্রি করবে সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
মঙ্গলবার (৫ অক্টোবর) টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
টিসিবির পক্ষ থেকে জানানো হয়, টিসিবি সারাদেশে মহানগর-জেলা-উপজেলায় ৪০০ থেকে ৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকে ৬ অক্টোবর (বুধবার) থেকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করবে। চলবে ২৮ অক্টোবর (শুক্রবার ছাড়া) পর্যন্ত।
ভর্তুকি মূল্যে প্রতি কেজি চিনি ও মসুর ডাল ৫৫ টাকা, পেঁয়াজ ৩০ টাকা এবং ১০০ টাকা লিটার দরে সয়াবিন তেল কিনতে পারবেন সাধারণ আয়ের মানুষ। একজন ভোক্তা সর্বোচ্চ ২ কেজি চিনি, মসুর ডাল ও তেল কিনতে পারবেন। আর পেঁয়াজ কেনা যাবে ৪ কেজি।
টিসিবির তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাজধানীর খুচরা বাজারে বোতলজাত তেল বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫৫ টাকা প্রতিলিটার। আর ৫ লিটারের বোতল বিক্রি হচ্ছে ৬৭০-৭৩০ টাকায়। চিনির দামও বেড়ে এখন বিক্রি ৮০ টাকায় উঠেছে। এছাড়া মোটা দানার আমদানি করা মসুর ডাল বিক্রি হচ্ছে ৯০ টাকায়। আমদানি করা পেঁয়াজ ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
এসআই/জেডএস