হতাশ করল ব্যাংক, আশা জাগাল আর্থিক খাত
একদিন দাম বেড়ে আশা জাগিয়ে আবারও বিনিয়োগকারীদের হতাশ করল পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের শেয়ার। একই পথে হাঁটছে খাদ্য ও আনুষঙ্গিক এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানির শেয়ারগুলো। তবে এদিন আর্থিক প্রতিষ্ঠান খাতের শেয়ারের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে দরপতন থেকে রক্ষা পেয়েছে দেশের পুঁজিবাজার।
এদিন আর্থিক খাতের তালিকাভুক্ত ২৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬টির, কমেছে চারটির আর অপরিবর্তিত রয়েছে তিনটি কোম্পানির শেয়ারের দাম। তার বিপরীতে ব্যাংক খাতের ৩২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে ২৩টির। আর মিশ্র-প্রবণতায় লেনদেন হয়েছে বিমা, প্রকৌশল এবং বস্ত্র খাতের শেয়ারের।
ফলে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৫ পয়েন্ট। তবে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক কমেছে ১৫ পয়েন্ট। সূচকের পাশাপাশি অধিকাংশ কোম্পানির শেয়ারের দামও কমেছে। তবে লেনদেন কিছুটা বেড়েছে।
পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন, ঊর্ধ্বমুখী বাজারে দীর্ঘদিন ধরে ব্যাংকের শেয়ারের দাম কমছিল। এরপর গতকাল মঙ্গলবার সেই খাতের বেশির ভাগ শেয়ারের দাম বাড়ে। তাতে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে প্রত্যাশা সৃষ্টি হয় যে বিমা-বস্ত্র এবং ওষুধ খাতের শেয়ারের দাম বৃদ্ধির মতোই ব্যাংকের শেয়ারের দাম বাড়বে। কিন্তু বুধবার এ খাতের শেয়ারের দাম কমেছে। তাতে বিনিয়োগকারীরা আশাহত হয়েছেন।
ডিএসইর তথ্যমতে, বুধবার দিনভর ডিএসইতে ৩৭৬টি কোম্পানির ৫০ কোটি ৮৯ লাখ ৪২ হাজার ৬২৪টি শেয়ার হাত বদল হয়েছে। এর মধ্যে ১১৫টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২২৩টির ও অপরিবর্তিত রয়েছে ৩৮টির।
দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৩০২ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১ দশমিক ৬২ পয়েন্ট কমে ১ হাজার ৫৮৩ পয়েন্টে ও ডিএসই-৩০ সূচক ৫ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ৬৯৬ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ২৬৯ কোটি ৪৬ লাখ ২ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ১৩৫ কোটি ৭৩ লাখ ৪৪ হাজার টাকা।
ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাফার্জহোলসিম লিমিটেডের শেয়ার। দ্বিতীয় স্থানে ছিল বেক্সিমকোর লিমিটেডের শেয়ার, তৃতীয় স্থানে ছিল ওরিয়ন ফার্মাসিউটিক্যালসের শেয়ার।
এরপর যথাক্রমে ছিল লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেড, ড্রাগন সোয়েটার, শাইনপুকুর সিরামিক, বেক্সিমকো ফার্মা, প্যারামাউন্ট টেক্সটাইল, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এবং সাইফ পাওয়ার লিমিটেড।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৫ পয়েন্ট কমে ২১ হাজার ৩১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ৩১৩টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৪টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৬৯টির ও অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ারের দাম। এ বাজারে লেনদেন হয়েছে ৯১ কোটি ৩৮ লাখ ৩২ হাজার ৮৬৯ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৬৭ কোটি ৩ লাখ ৮২ হাজার ৮৭৫ টাকা।
এমআই/এসএম