দিনাজপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক সেমিনার
দিনাজপুর জেলা প্রশাসন এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর দিনাজপুর জেলা কার্যালয়ের যৌথ আয়োজনে দিনব্যাপী ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব অধিদফতরের মহাপরিচালক বাবলু কুমার সাহা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।
সেমিনারে অংশগ্রহণ করেন জেলা প্রশাসনের কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক, ডেপুটি সিভিল সার্জন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ক্যাব, চেম্বার অব কমার্স, প্রেসক্লাব এবং বিভিন্ন ক্যাটাগরির ব্যবসায়ী নেতারা।
সেমিনারে মূল বিষয়বস্তুর ওপর মহাপরিচালকের উপস্থাপনার পর অংশগ্রহণকারীদের আলোচনায় সেমিনারটি প্রাণবন্ত হয়ে উঠে। সেমিনারের শেষ পর্যায়ে ভোক্তা অধিকার সমুন্নত রাখতে উপস্থিত কর্মকর্তা, ব্যবসায়ীক নেতা এবং অন্যান্য স্টেকহোল্ডাররা যার যার অবস্থান থেকে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করবেন বলে অঙ্গীকার করেন।
এসআই/জেডএস