ডিএইচএলকে জরিমানা
ভেরিফিকেশন সনদ ছাড়া ওজনযন্ত্র ব্যবহার করায় আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস ডিএইচএলকে জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে একটি মামলায় জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান। এ সময় পরিদর্শক (মেট্রোলজি) হিসেবে অংশ নেন সোহাগ হায়দার।
বিএসটিআই জানায়, ভেরিফিকেশন সনদ ছাড়াই ওজনযন্ত্র ব্যবহার করায় তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত ডিএইচএল সার্ভিস পয়েন্টসকে একটি মামলায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী এ মামলা দায়ের করা হয়।
এসআই/আরএইচ