অবৈধভাবে মশার কয়েল বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা
পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর সার্টিফিকেশন মার্কস (সিএম) লাইসেন্স না নিয়ে অবৈধভাবে মশার কয়েল বিক্রি, বাজারজাত ও সরবরাহ করছে স্ট্যান্ডার্ড ফিনিস অয়েল কোং। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৫ সেপ্টেম্বর) তেজগাঁও এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করা হয়। বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তার অভিযানের নেতৃত্ব দেন।
বিএসটিআই’র পক্ষ থেকে জানানো হয়, ডিএমপি পুলিশের সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তারের নেতৃত্বে তেজগাঁও এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে স্ট্যান্ডার্ড ফিনিস অয়েল কোং বিএসটিআই’র সিএম লাইসেন্স না নিয়ে মশার কয়েল পণ্য অবৈধভাবে বিক্রি, বিতরণ, বাজারজাত ও সরবরাহ করছে। এ অপরাধে আদালত প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান, অনাদায়ে এক মাসের বিনাশ্রম করাদণ্ড দেন।
অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে ফিল্ড অফিসার (সিএম) মাকসুদা রুনা উপস্থিত ছিলেন।
এসআই/জেডএস