১১ টাকায় পুঁজিবাজারে যাত্রা শুরু করল সাউথ বাংলা ব্যাংক
দশ টাকা অভিহিত মূল্যের সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের শেয়ার ১১ টাকা মূল্যে পুঁজিবাজারে যাত্রা শুরু করেছে।
বুধবার (১১ আগস্ট) প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে লেনদেন শুরু করেছে ব্যাংকটি। লেনদেনের শুরুতে ১০ টাকার শেয়ারে এক টাকা দাম বেড়ে ১১ টাকায় লেনদেন হচ্ছে। তাতে ব্যাংকটির বাজার মূলধন দাঁড়িয়েছে ৭৮৪ কোটি ৬৪ লাখ ৫৫ হাজার টাকা।
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এসবিএসি ব্যাংক- SBAC Bank কোড নম্বরে লেনদেন শুরু হওয়া ব্যাংকটি ১০ কোটি সাধারণ শেয়ার ইস্যু করে ১০০ কোটি টাকা উত্তোলন করেছে। আইপিওর অর্থ দিয়ে ব্যাংকটি সরকারি সিকিউরিটিজ ক্রয় এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।
এদিকে আইপিওতে আসা ব্যাংকের চলতি অর্থবছরের ছয় মাসে (জানুয়ারি-জুন’২০২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৩৭ শতাংশ কমেছে। ব্যাংকটির চলতি অর্থবছরের ৬ মাসে (জানুয়ারি-জুন’২১) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩১ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে মুনাফা (ইপিএস) হয়েছিল ৪৯ পয়সা। এ হিসেবে ব্যাংকটির মুনাফা ১৮ টাকা বা ৩৭ শতাংশ কমেছে।
২০২১ সালের ৩০ জুন ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ দশমিক ২৮ টাকায়।
এমআই/জেডএস