১০ বছরের অভিজ্ঞতা ছাড়া ব্যাংকের সিএফও ‘নয়’
এখন থেকে ব্যাংকের চিফ ফিনান্সিয়াল অফিসার (সিএফও) হতে হলে কোনো ব্যাংক ও ব্যাংক বহির্ভুত আর্থিক প্রতিষ্ঠানের কমপক্ষে ১০ বছরের কাজের অভিজ্ঞতার প্রয়োজন হবে। এ অভিজ্ঞতার মধ্যে অবশ্যই ব্যাংকের হিসাবায়ন বা কর সম্পর্কিত কার্যক্রমে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বৃহস্পতিবার (৫ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের পাঠানো প্রধান আর্থিক কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কিত নির্দেশনায় বলা হয়েছে, প্রধান আর্থিক কর্মকর্তা পদায়ন বা নিযুক্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে সংশ্লিষ্ট প্রার্থীকে ১০ বছর অভিজ্ঞতার মধ্যে অবশ্যই ব্যাংকের হিসাবায়ন অথবা কর সম্পর্কিত কার্যক্রমে অন্যূন তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। পাশাপাশি এ সংক্রান্ত ২০১৮ সালের বিআরপিডি সার্কুলার লেটার নং-৩ এর অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।
এসআই/জেডএস