হঠাৎ দাম বাড়ায় বিক্রেতা নেই ৯ কোম্পানির শেয়ারের
হঠাৎ দাম বাড়ায় বিক্রেতা শূন্য হয়ে পড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত নয়টি কোম্পানির শেয়ার। এসব কোম্পানির শেয়ার কিনতে ক্রেতাদের আগ্রহ রয়েছে।
কোম্পানিগুলো হচ্ছে- উসমানিয়া গ্লাস, ঢাকা ডাইং, পেপার প্রসেসিং, জেমিনি সি ফুড, সিমটেক্স, অলটেক্স, মালেক স্পিনিং, সিভিও পেট্রোকেমিক্যাল এবং সেন্ট্রাল ফার্মাসিটিউক্যালস। আরও দাম বাড়বে, এই প্রত্যাশায় এসব কোম্পানির শেয়ার বিক্রি বন্ধ করে দিয়েছেন বিনিয়োগকারীরা। তাতে শেয়ার কেনার অর্ডার থাকলেও বিক্রেতার অভাবে এসব কোম্পানিতে লেনদেন হচ্ছে না।
বৃহস্পতিবার (০৫ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এই চিত্র দেখা গেছে।
ডিএসইর তথ্য মতে, উসমানিয়া গ্লাসের শেয়ার মঙ্গলবার (৩ আগস্ট) সবশেষ ৫৭ টাকায় লেনদেন হয়। বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারের দাম বাড়তে বাড়তে ৬২ টাকা ৭০ পয়সা হয়। এরপর আর কোনো বিক্রেতা না থাকায় এর শেয়ারের লেনদেন হচ্ছে না।
২০০৯ সালে তালিকাভুক্ত দ্যা ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেডের শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছিল ২৪ টাকায়। বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২৪ টাকা ৪০ পয়সায়। শেয়ারটির দাম ১০ শতাংশ বেড়ে সর্বশেষ বেলা ১১টায় লেনদেন হয় ২৬ টাকা ৪০ পয়সায়। এরপরই বিক্রেতা সংকটে পড়ে শেয়ারটি।
মঙ্গলবারও হলটেড থাকা পেপার প্রসেসিংয়ের শেয়ার বৃহস্পতিবার লেনদেন শুরু হয় ১৫২ টাকা ১০ পয়সায়। এর আগের দিন সর্বশেষ লেনদেন হয়েছি ১৩৮ টাকা ৩০ পয়সায়। অর্থাৎ শেয়ারটির দাম ৯ দশমিক ৯৮ শতাংশ বাড়ায় আবারও বিক্রেতা শূন্য হয়ে পড়েছে।
জেমিনি সি ফুডের শেয়ারের দাম আগের কার্যদিবসের চেয়ে সর্বোচ্চ বেড়ে ২১৩ টাকা ২০ পয়সায় লেনদেন হয়। এরপর বিক্রেতা শূন্য হয়ে এটি।
একইভাবে বস্ত্র খাতের প্রতিষ্ঠান সিমটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ার আগের দিনের চেয়ে ২ টাকা ১০ পয়সা অর্থাৎ ৯ দশমিক ৮১ পয়সা বেড়ে বৃহস্পতিবার ২৩ টাকা ৫০ পয়সায় লেনদেন শুরু হয়। বিনিয়োগকারীদের প্রত্যাশা শেয়ারের দাম আরও বাড়বে তাই যাদের হাতে কোম্পানিটির শেয়ার রয়েছে তারা বিক্রি বন্ধ করে দেন।
একই খাতের কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ার আগের দিনের চেয়ে ১ টাকা ৬০ পয়সা দাম বেড়েছে। এরপর থেকে শেয়ারটিতে বিক্রেতা নেই।
একইভাবে মালেক স্পিনিংয়ের শেয়ার আগের দিনের চেয়ে ৯ দশমিক ৭১ শতাংশ বেড়ে ৩৩ টাকা ৯০ পয়সায় লেনদেনের পর বিক্রেতা সংকটে পড়েছে কোম্পানিটি।
ওষুধ খাতের কোম্পানি সেন্ট্রাল ফার্মা ১৮ টাকা ৮০ পয়সায় বৃহস্পতিবার লেনদেন শুরু হয়। তবে শেয়ারটির দাম ১ টাকা ৮০ পয়সা অর্থাৎ ২০ টাকা ৬০ পয়সায় পৌঁছার পর থেকে বিক্রেতা সংকটে পড়েছে। অপরদিকে ক্রেতাদের চাহিদা বেড়েছে এসব কোম্পানিতে।
এছাড়া সিভিও পেট্রোকেমিক্যাল কোম্পানির শেয়ারেও ক্রেতাদের আগ্রহ থাকায় কোম্পানিটির শেয়ার প্রায় বিক্রেতা শূন্য হয়ে পড়েছে।
এমআই/জেডএস