১০০ টাকায় সয়াবিন তেল, ডাল-চিনি ৫৫
কঠোর লকডাউন পরিস্থিতিতে দেশের ভোক্তা সাধারণের কাছে ভর্তুকি মূল্যে তেল, ডাল ও চিনি বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
রোববার (২৫ জুলাই) টিসিবির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংস্থাটির মুখপাত্র হুমায়ুন কবির ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টিসিবি কর্তৃক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর শোকাবহ আগস্ট মাসে কঠোর লকডাউন পরিস্থিতিতে ভোক্তা সাধারণের নিকট ভর্তুকি মূল্যে কতিপয় নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়োজিত ডিলারের মাধ্যমে ভ্রাম্যমাণ ট্রাকে দেশব্যাপী বিক্রয় করা হবে।
এতে আরও বলা হয়, বিক্রয় কার্যক্রম আগামী ২৬ জুলাই থেকে শুরু হয়ে ২৬ আগস্ট পর্যন্ত (ছুটির দিন ব্যতিত) চলমান থাকবে। প্রতি লিটার সয়াবিন তেলের মূল্য হবে ১০০ টাকা। প্রতি কেজি মশুর ডাল ৫৫ টাকা ও প্রতি কেজি চিনি ৫৫ টাকায় পাওয়া যাবে।
এসআই/আরএইচ