পুঁজিবাজারে ব্যাংক খাতের উত্থান
ব্যাংক খাতের শেয়ারের দাপটে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ঈদুল আজহা পরবর্তী প্রথম কার্যদিবস রোববার (২৫ জুলাই) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ৩১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৬টির, কমেছে চারটির, আর অপরিবর্তিত রয়েছে একটির শেয়ারের দাম।
ফলে ব্যাংক খাতের উত্থানে সূচক ও লেনদেন দুটোই বেড়েছে। তবে বিমা, বস্ত্র এবং মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার বিক্রির চাপে বেশির ভাগ শেয়ারের দাম কমেছে। তাতে দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১৯ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১০৪ পয়েন্ট।
ডিএসইর তথ্য অনুযায়ী, রোববার ব্যাংকের শেয়ারের পাশাপাশি বিমা ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার বিক্রির চাপ কম ছিল। ঈদ পরবর্তী পুঁজিবাজারে লেনদেনের প্রথম আধা ঘণ্টায় সূচক বাড়ে ২৬ পয়েন্ট। এরপর শেয়ার বিক্রির চাপে দুই ঘণ্টা লেনদেন হয় সূচকের নিন্মমুখী প্রবণতায়। তবে দিনের শেষ আধা ঘণ্টা অর্থাৎ দুপুর সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত লেনদেন হয় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায়।
তাতে দেখা যায়, রোববার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৯ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে ছয় হাজার ৪২৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ২০১৩ সালের ২৭ জানুয়ারি চালু হওয়ার পর এ সূচক আজই সর্বোচ্চ স্থানে পৌঁছেছে। প্রধান সূচকের পাশাপাশি শরিয়াহ সূচক ছয় পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৪ দশমিক ৯ পয়েন্ট বেড়েছে।
এদিন ডিএসইতে মোট ৩৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মোট এক হাজার ৩৫৪ কোটি ৭০ লাখ ২ টাকার লেনদেন হয়েছে। এর মধ্যে ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ৮৮ কোটি ১৩ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিল এক হাজার ২৬৪ কোটি ৪৯ লাখ ৩৪ টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কিছুটা বেড়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শেয়ারের দাম বেড়েছে ১১৬টির, কমেছে ২৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির। বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমায় এদিন ডিএসইর বাজার মূলধন ১৫৪ কোটি ৫৫ লাখ ৮৯ হাজার টাকা কমে পাঁচ লাখ ৩৫ হাজার ৩০ কোটি ৬৭ লাখ ৬৭ হাজার টাকায় দাঁড়িয়েছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শীর্ষে ছিল সাইফ পাওয়ার লিমিটেড। এরপর ক্রমান্বয়ে ছিল ব্রিটিশ আমেরিকান টোবাকো, বেক্সিমকো লিমিটেড, বিডি ফাইন্যান্স, ফুয়াং ফুড, অ্যাকটিভ ফাইন, জিপিএইচ ইস্পাত, জিবিবি পাওয়ার, আইএফআইসি ব্যাংক এবং লাফার্জ-হোলসিম লিমিটেড।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১০৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৭৩ পয়েন্টে। এদিন সিএসইতে ৩০৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১০৫টির, কমেছে ১৭৮টির আর অপরিবর্তিত রয়েছে ২২টি। সিএসইতে মোট লেনদেন হয়েছে ৪০ কোটি ৭৮ লাখ ৭১ হাজার ৭০০ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪৪ কোটি ১৪ লাখ টাকা।
এমআই/জেডএস