সোনালী লাইফের লভ্যাংশ ঘোষণা
শেয়ারহোল্ডারদের জন্য দুই দফায় ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ৩১ ডিসেম্বর ২০২০ সালের আর্থিক প্রতিবেদন ও চলতি বছরের প্রথম ছয় মাসের প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
শনিবার (১০ জুলাই) পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সিদ্ধান্ত হয় ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হবে। এছাড়া চলতি বছরের (২০২১) জানুয়ারি থেকে ৩০ জুন সমাপ্ত বছরের জন্য অন্তর্বর্তীকালীন ২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হবে।
পরিচালনা পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগস্টের শেষ সপ্তাহ। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১ আগস্ট।
গত ৩০ জুন তালিকাভুক্ত কোম্পানিটির বর্তমান শেয়ারধারীর সংখ্যা ৪ কোটি ৭৫ লাখ। ১০ টাকা অভিহিত মূল্যের কোম্পানিটির শেয়ার সর্বশেষ বৃহস্পতিবার লেনদেন হয়েছে ১৬ টাকায়।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন ক্রমে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ১৯ কোটি টাকা সংগ্রহ করেছে কোম্পানিটি। এই টাকা সরকারি ট্রেজারি বন্ড, ফিক্সড ডিপোজিট, পুঁজিবাজারে বিনিয়োগ ও আইপিও খরচ খাতে ব্যয় করবে।
কোম্পানিটির শেয়ার পেতে প্রয়োজনের চেয়ে ৩৪ গুণের বেশি আবেদন জমা পড়ে। ফলে আইপিওর নতুন নিয়মে ১০ হাজার টাকা করে আবেদনকারীরা সর্বনিম্ন ১৭টি করে শেয়ার পেয়েছেন। আর যারা ২০ হাজার থেকে ৫০ হাজার টাকার আবেদন করেছেন তারা ৩৪টি থেকে ৮৫টি শেয়ার পেয়েছেন। গত ৩০ মে থেকে ৩ জুন পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়।
এদিকে নিয়ম ও বিধি-বহির্ভূতভাবে সোনালী লাইফের আইপিওতে ২৫ হাজার ৩৮৯ জন আবেদন করেছেন। নিয়ম ভঙ্গের দায়ে তারা আইপিওর শেয়ার বরাদ্দ পাননি। উল্টো ৫ কোটি ৬৯ লাখ ২২ হাজার টাকা জরিমানা গুনতে হচ্ছে তাদের। তবে আর ভুল হবে না- এমন আবেদনের মাধ্যমে মুচলেকা দিলে জরিমানা মাফ পাবেন এসব আবেদনকারী।
এমআই/এসএসএইচ