২৫ লাখ শেয়ার কিনলেন স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৩ পরিচালক
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেডের তিন পরিচালক কোম্পানিটির সাড়ে ২৫ লাখ শেয়ার কিনেছেন। পরিচালকরা হলেন- ইঞ্জিনিয়ার এ কে এম মোশাররফ হোসেন, হাসনাত মোশাররফ এবং ফারিয়া রহমান।
মঙ্গলবার (৬ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
ডিএসইর তথ্য মতে, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের পরিচালকদের মধ্যে এ কে এম মোশাররফ হোসেন কোম্পানিটির ৬ লাখ ৫ হাজার ৫৭৪টি শেয়ার গত ২১ জুন বাজার দর অনুসারে কেনা সম্পন্ন করেছেন।
অপর দুই পরিচালকের মধ্যে হাসনাত মোশাররফ গত ১৬ এবং ১৭ জুন বাজার দর অনুসারে ১২ লাখ ৮ হাজার শেয়ার কিনেছেন। আর ফারিয়া রহমান গত ২১ জুন কোম্পানির ৭ লাখ ৫৫ হাজার শেয়ার কিনেছেন। সব মিলে এই তিন পরিচালক ২৫ লাখ ৬৮ হাজার ৫৭৪টি শেয়ার কিনেছেন বাজার দর অনুসারে।
কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৩২ লাখ ৯৬ হাজার ৫৯৩টি। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৫১ দশমিক ৩৬ শতাংশ শেয়ার, সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৪১ শতাংশ শেয়ার এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৬ দশমিক ৯০ শতাংশ শেয়ার।
২০০৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্স্যুরেন্স কোম্পানিটি ২০১৯ সালে শেয়াহোল্ডারদের সর্বশেষ ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
এমআই/জেডএস