পুঁজিবাজারে লেনদেন চালু হবে সোমবার
আগামী ১ জুলাই থেকে ৪ জুলাই পর্যন্ত পুঁজিবাজার বন্ধ থাকবে। এ চার দিন লেনদেন ও দাফতরিক কার্যক্রম বন্ধ থাকবে।
বুধবার (৩০ জুন) বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।
তিনি বলেন, দুদিন সাপ্তাহিক ছুটি ও তার আগে-পরে একদিন করে দুটির ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে। সবমিলিয়ে পুঁজিবাজারের লেনদেন আগামী চার দিন বন্ধ থাকবে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, বিধিনিষেধ থাকায় সোমবার থেকে সীমিত পরিসরে লেনদেন হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন চলবে।
এমআই/আরএইচ