এক নজরে এবারের প্রস্তাবিত বাজেট
২০২১-২০২২ অর্থবছরে ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। প্রস্তাবিত বাজেটের মূল প্রতিপাদ্য -জীবন ও জীবিকার প্রাধান্য, আগামীর বাংলাদেশ।
বৃহস্পতিবার (৩ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেটের আকার সংশোধিত চলতি বাজেটের তুলনায় ৬৪ হাজার ৬৯৮ কোটি টাকা বেশি।
এবারের প্রস্তাবিত বাজেট মোট জিডিপির ১৭ দশমিক ৪৭ শতাংশ। ছয় লাখ কোটি টাকার নতুন মাইলফলক স্পর্শ করা বাজেটে ঘাটতির দিক থেকেও নতুন মাইলফলক স্থাপন করেছে।
এক নজরে বাজেট
বাজেটের আকার : ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা
রাজস্ব আয় প্রাক্কলন : ৩ লাখ ৮৯ হাজার কোটি টাকা
এনবিআরের লক্ষ্যমাত্রা : ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা
করছাড় প্রাপ্তি : ৪৩ হাজার কোটি টাকা
বৈদেশিক অনুদান : ৩ হাজার ৪৯০ কোটি টাকা
বাজেট ঘাটতি : ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা
এডিপিতে বরাদ্দ : ২ লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকা
প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা : ৭ দশমিক ২ শতাংশ
মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা : ৫ দশমিক ৩ শতাংশ
ঘাটতি অর্থায়ন
অভ্যন্তরীণ উৎস : ১ লাখ ১৩ হাজার ৪৫২ কোটি টাকা
ব্যাংক ব্যবস্থা থেকে : ৭৬ হাজার ৪৫২ কোটি টাকা
সঞ্চয়পত্র ও অন্যান্য ব্যাংক-বহির্ভূত খাত থেকে : ৩৭ হাজার ১ কোটি টাকা
বৈদেশিক উৎস : ১ লাখ ১ হাজার ২২৮ কোটি টাকা
করমুক্ত বার্ষিক আয়সীমা : ৩ লাখ টাকা
শিক্ষা খাতে বরাদ্দ : বরাদ্দ ৭১ হাজার ৯৫১ কোটি টাকা (এর মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে ৩৬ হাজার ৪৮৬ কোটি টাকা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ২৬ হাজার ৩১১ কোটি টাকা)
করোনা মোকাবিলায় বরাদ্দ : ১০ হাজার কোটি টাকা
আরএম/আরএইচ