সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদের বিরুদ্ধে অবৈধ সম্পদের মামলা

প্রায় সাড়ে ৯ কোটি টাকার অবৈধ সম্পদ ও ১০২ কোটি টাকার বেশি সন্দেহভাজন লেনদেনের অভিযোগে নরসিংদী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এবং তার স্ত্রীর নামে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (৮ এপ্রিল) সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক সূত্রে জানা যায়, নূরুল মজিদের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৭ কোটি ৯৪ লাখ ৬৪ হাজার ১২৭ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া, নিজ নামে ১৩টি ব্যাংক হিসাবে মোট ১০২ কোটি ২ লাখ ৬৭ হাজার ৯৫০ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে মামলায়।
আরও পড়ুন
দ্বিতীয় মামলায় স্ত্রী নাদিরা মাহমুদ ও নূরুল মজিদকে আসামি করা হয়েছে। মামলায় ক্ষমতার অপব্যবহার করে স্বামীর প্রভাব ও আর্থিক সহায়তায় এক কোটি ৩৪ লাখ ১৬ হাজার ২৫০ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের মালিকানা অর্জনের অভিযোগ আনা হয়েছে।
আসামিদের বিরুদ্ধে দুদক আইন ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারা তৎসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।
আরএম/এমজে