পুঁজিবাজারে লেনদেনে ধীরগতি
ব্যাংক-বিমা খাতের অধিকাংশ শেয়ার দাম বৃদ্ধির মধ্য দিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেন হচ্ছে। মঙ্গলবার (১ জুন) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচক ও বেশির ভাগ শেয়ারের দাম বাড়লেও লেনদেনের ধীরগতি দেখা গেছে।
লেনদেনের প্রথম আধা ঘণ্টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৩শ কোটি টাকার কম। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন মাত্র সাত কোটি টাকা।
নিয়ম অনুসারেই এদিন সকাল ১০টায় লেনদেন শুরু হয়। এরপর সকাল ১০টা থেকে সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩১ পয়েন্ট। সিএসইর প্রধান সূচক বেড়েছে ১০৫ পয়েন্ট। এই ৩০ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩১ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২২ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইর প্রধান সূচকের পাশাপাশি অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ডিএসইএস আগের দিনের চেয়ে দুই পয়েন্ট বেড়ে এক হাজার ২৮৮ এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ৩ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে দুই হাজার ২০৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ২৯৬ কোটি ২৮ লাখ ৩৪ হাজার টাকা। এর আগের দিন একই সময়ে লেনদেন হয়েছিল ৩২৬ কোটি ১১ লাখ ২ হাজার টাকা। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮৫টির, কমেছে ৮৬টির আর অপরিবর্তিত রয়েছে ৬১টি কোম্পানির শেয়ারের দাম।
অপর স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে সাত কোটি ৩৪ লাখ ৮০ হাজার টাকা। সিএসইর প্রধান সূচক ১০৫ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৪৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭১টির, কমেছে ৪৩টির। অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ারের দাম।
এমআই/এইচকে