ঈদুল ফিতরের ছুটি বাড়ানোর দাবি ইআরএফ’র

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে সংবাদ কর্মীদের ঈদের ছুটি বাড়ানোর দাবি জানানিয়েছে ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)।
বৃহস্পতিবার (২০ মার্চ) ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালা ও সাধারণ সম্পাদক আবুল কাশেম এক বিবৃতিতে এ দাবি জানান।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে সংবাদপত্র ৩ দিন বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।
নোয়াবের বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০ ও ৩১ মার্চ এবং ১ এপ্রিল ছুটি থাকবে। তবে চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল ফিতর ১ এপ্রিল অনুষ্ঠিত হলে সে ক্ষেত্রে পরদিন ২ এপ্রিল সংবাদপত্র বন্ধ থাকবে। নোয়াবের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে ইআরএফ।
আরও পড়ুন
বিবৃতিতে ইআরএফ জানায়, এবার ঈদে সরকারি কর্মকর্তা কর্মচারীরা দীর্ঘ ছুটি পাচ্ছেন। ঈদের টানা পাঁচ দিন সরকারি ছুটির সঙ্গে এবার আগে-পরেও মিলছে স্বাধীনতা দিবস, শবে কদর ও সাপ্তাহিক ছুটি। সবকিছু মিলিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মার্চের শেষ সপ্তাহ ও এপ্রিলের প্রথম সপ্তাহ যাবে ছুটির মধ্যে। অথচ সংবাদ মাধ্যম কর্মীদের কথা বিবেচনায় না নিয়ে নোয়াব মাত্র ৩ দিনের ছুটি ঘোষণা করেছে। নোয়াবের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে সরকারি ছুটির সঙ্গে মিলিয়ে ঈদের ছুটি কমপক্ষে বাড়িয়ে ৫ দিন করার দাবি জানান নেতারা।
এসআই/এসএম