এক্সিম ব্যাংকের বন্ড অনুমোদন
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান এক্সিম ব্যাংক লিমিটেডকে ৫০০ কোটি টাকার বন্ড ছাড়ার অনুমোদন দেওয়া হয়েছে।
রোববার (৩০ মে) বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৭৫তম সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে। বন্ডটি হবে নন-কনভার্টেবল, আনসিকিউরড, ফ্লোটিং রেট এবং মুদারাবা সাবঅর্ডিনেটেড বন্ড।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, ব্যাংকটির আবেদনের পরিপ্রেক্ষিতে ৫০০ কোটি টাকার বন্ডের অনুমোদন দেওয়া হয়েছে। এই বন্ডের প্রতি ইউনিট-লটের অভিহিত মূল্য ১ কোটি টাকা।
বন্রডে ট্রাস্টি হিসেবে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি এবং অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।
বিএসইসির তথ্য মতে, সাবঅর্ডিনেটেড বন্ডটির কুপন হার ইসলামী ব্যাংকগুলোর স্থায়ী আমানত হিসাবের লভ্যাংশের ৬ মাসের গড় এর সঙ্গে অতিরিক্ত মার্জিন ২ শতাংশ যোগ করে নির্ধারণ করা হবে। যা আর্থিক প্রতিষ্ঠান, মিউচ্যুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, সমবায় ব্যাংক, আঞ্চলিক ব্যাংক, সংগঠন, ট্রাস্ট এবং স্বায়ত্তশাসিত করপোরেশনসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের অনুকূলে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।
এই বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে এক্সিম ব্যাংক টায়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করবে।
ফারইস্ট স্টক অ্যান্ড বন্ডের বোর্ড পুর্নগঠন
নিয়মনীতি ভঙ্গ করায় ফারইস্ট স্টক অ্যান্ড বন্ড লিমিটেডের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিএসইসির ৭৭৫তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, কমিশনের নির্দেশনা পরিপালনে ব্যর্থতা, শেয়ারবাজারের শৃঙ্খলা এবং বিনিয়োগকারীদের স্বার্থে দ্যা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ এর সেকশন ২০এ এর প্রদত্ত ক্ষমতা বলে কোম্পানিটির পরিচালনা পর্ষদ পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।
এমআই/জেডএস