‘পাচার হওয়া কয়েকশ কোটি ডলার এ বছরের মধ্যে ফিরিয়ে আনা সম্ভব’

দেশ থেকে পাচার হওয়া কয়েকশ কোটি ডলার এ বছরের মধ্যে ফিরিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (১১ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, আমরা চেষ্টা করছি বিশাল অঙ্কের টাকা ফেরত আনার। এখানে কতগুলো আইনি পদক্ষেপ আছে, সেই পদক্ষেপগুলো আবার বিদেশের সঙ্গে জড়িত।
আরও পড়ুন
তিনি বলেন, আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি শুরু করতে পারি। এ জন্য আইনের কিছু অ্যাগ্রিমেন্ট করা দরকার বিদেশের সঙ্গে, এগুলো করব। আগামী মাসে আরও একটু ভালো জানতে পারবেন।
ঈদ উপলক্ষ্যে নতুন টাকা বিতিরণ বাতিল করার বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তার কোনো জবাব দেননি অর্থ উপদেষ্টা।
এমএম/এমএ