সবাইকে নিয়ে এক সঙ্গে কাজ করবো : বিএসইসি চেয়ারম্যান

সবাইকে নিয়ে এক সঙ্গে কাজ করবো বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। তিনি বলেছেন, আজ গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডাররা এসেছিলেন। তারা আমাদের সহমর্মিতা জানিয়েছেন এবং সব ধরনের সাপোর্ট দিয়ে যাবেন বলেও আশ্বস্ত করেছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের কর্মকর্তা-কর্মচারীরা কাজে ফেরত এসেছেন। আমরা সবাইকে বলেছি কাজে যোগ দিতে।
রোববার (৯ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সঙ্গে স্টেকহোল্ডারদের বৈঠক শেষে তিনি এ কথা বলেন। বিএসইসি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএসইসি চেয়ারম্যান বলেন, সবাই কাজে যোগদান করলে, কাজ যেভাবে স্বাভাবিক নিয়মে চলে সেভাবেই চলবে।
কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন কিনা এমন প্রশ্নের জবাব বিএসইসির চেয়ারম্যান বলেন, এখনও সেই সময় হয়নি। পরে আরও বিস্তারিত আপনাদের জানানো হবে।
এর আগে সংবাদ সম্মেলনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, অনিয়মকারীদের বিরুদ্ধে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের যে তদন্ত কার্যক্রম চলছে এই কাজের সঙ্গে আমরা সম্পূর্ণ একাত্মতা প্রকাশ করছি।
সংকটে কীভাবে বাজারের আস্থা ধরে রাখা যায় এবং দ্রুত সংকট কাটিয়ে ওঠা যায় সে বিষয়ে আলোচনা করেছি বলে উল্লেখ করেন মমিনুল ইসলাম। তিনি বলেন, কিছু কর্মকর্তা-কর্মচারী যেভাবে বিশৃঙ্খলার মাধ্যমে দাবি দাওয়া আদায়ের প্রচেষ্টা করেছিল সেটি কোনোভাবেই কাম্য নয়, আমরা এর নিন্দা জানাচ্ছি।
এএইচআর/জেডএস