বহুমুখী পাটপণ্য ও তাঁত বস্ত্র মেলা উদ্বোধন করলেন বাণিজ্য উপদেষ্টা

বহুমুখী পাটপণ্য ও তাঁত বস্ত্র মেলা-২০২৫ মেলা উদ্বোধন করেন বাণিজ্য, বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে রাজধানীর মনিপুরীপাড়া জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে জাতীয় পাট দিবস উপলক্ষ্যে এই মেলা উদ্বোধন করেন। এই দুই পণ্যের মেলাটি ২০দিন ব্যাপী চলবে।
আরও পড়ুন
বস্ত্র ও পাট সচিব আব্দুর রউফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পাট অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জিন্নাত আরা, বাংলাদেশ তাত বোর্ডের চেয়ারম্যান আবু আহমেদ সিদ্দিকী, রেশম বোর্ড পরিচালক এম এ মান্নান, প্রাক্তন অতিরিক্ত সচিব বিমল চন্দ্র রায়, জুট স্পিনার অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত পরিচালক তাপস প্রামাণিক, বাংলাদেশ জুট মিল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ফরহাদ আহমেদ আকন্দ প্রমুখ।
এমএসআই/এআইএস