অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা ম্যারিকোর
![অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা ম্যারিকোর](https://cdn.dhakapost.com/media/imgAll/BG/2025January/marico-20250128085448.jpg)
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি অন্তর্বর্তী লভ্যাংশ হিসেবে শেয়ারহোল্ডারদের ৪৪০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
বিজ্ঞাপন
গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪ – ডিসেম্বর’২৪) আর্থিক ফলাফলের বিপরীতে এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তার ভিত্তিতে লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞাপন
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
অন্তর্বর্তী লভ্যাংশ পাওয়ার যোগ্যতা নির্ধারণে ২৩ ফেব্রুয়ারি রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞাপন
নিরীক্ষিত প্রতিবেদন অনুসারে, চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা নয় মাসে (এপ্রিল’২৩-ডিসেম্বর’২৩) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৪৫ টাকা ৬৫ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস ছিল ১১৪ টাকা ২২ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৪১ টাকা ২৯ পয়সা।
এসএম