পুঁজিবাজারের অনিয়ম অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের দাবি
পুঁজিবাজারে বিগত ১৫ বছরে কি কি অনিয়ম হয়েছে, জাল-জালিয়াতি হয়েছে তা খতিয়ে দেখার জন্য ‘ফ্যাক্ট ফাইন্ডিং’ (কারণ উদ্ঘাটন) কমিটি গঠনের দাবি জানিয়েছেন স্টেকহোল্ডাররা।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজধানীর শাহবাগের ঢাকা ক্লাবে পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি ও করণীয় বিষয়ক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলাম, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম, ডিএসই পরিচালক মেজর জেনারেল কামরুল ইসলাম (অব.), মো. শাকিল রিজভী, মো. শাহজাহান, রিচার্ড ডি রোজারিও, মিনহাজ মান্নান ইমন, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মাজেদা খাতুন এবং ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সাত্ত্বিক আহমেদ শাহ উপস্থিত ছিলেন।
ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, দেশে এই মুহূর্তে অর্থনীতির যে মৌলিক সূচকগুলো আছে, সেখানে যে ধরনের একটা স্পেস দেখতে পারছি, যেখানে সুদহার হাই, রাজনৈতিক অনিশ্চয়তার বিষয় রয়েছে। ব্যাংকিং খাতের সমস্যাগুলো অর্থনীতিকে বিচ্যুত করছে, এ পরিস্থিতি বিবেচনায় বলা যাবে না শেয়ারবাজারের অবস্থান খুব খারাপ অবস্থায় আছে।
তিনি বলেন, আমরা ধারাবাহিক পতনকে ধরতে পেরেছি। যেখানে আমাদের সবারই পতন শঙ্কা ছিল, বাজারে সবাই যখন আতঙ্কিত হয়ে গেল। দ্বিতীয়ত আমাদের যারা মার্কেট প্লেয়ার ছিল, তাদের একটা বড় অংশ বা কিছু অংশ তারা বিভিন্ন ধরনের অনিয়মের মধ্যে ঢুকে পড়েছে, যখন তাদের বিচারের আওতায় আনা হচ্ছে তাদের কাছ থেকে এই মার্কেটে পতন ঘটানোর জন্য বিভিন্ন পদক্ষেপ হওয়াটা অস্বাভাবিক কিছু না। সেই পরিপ্রেক্ষিতে আমরা যেখানে আছি, আমাদের প্রত্যাশা এখান থেকে আরও ভালো হবে। কিন্তু এই মুহূর্তে যেটা আছে, সেটাকে আপনি বলতে পারেন না অস্বাভাবিক কিছু।
তারপরও যদি আমি গুজবে কান দিয়ে দুর্বল শেয়ারে বিনিয়োগ করে থাকি, সেখানে ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে। আর যারা মৌলিক উপাদান দেখে বিনিয়োগ করেছেন, আমার ধারণা তাদের ক্ষতি হয়নি বরং লাভ হয়েছে, বলেন ডিএসইর চেয়ারম্যান।
সিএসই’র চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, আমরা সম্পূর্ণ প্রভাবমুক্ত থেকে কাজ করছি। বিএসইসির সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে। আমাদের ওপর কোনো চাপ নেই।
ডিবিএ প্রেসিডেন্ট ও ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের পরিচালক সাইফুল ইসলাম বলেন, পুঁজিবাজারে বিগত ১৫ বছরে কি কি অনিয়ম হয়েছে, জাল-জালিয়াতি হয়েছে তা খতিয়ে দেখার জন্য ‘ফ্যাক্ট ফাইন্ডিং’ কমিটি করতে হবে। যারা ২০১০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এ বাজারের অনিয়ম দুর্নীতি ও বিভিন্ন কেলেঙ্কারি অনুসন্ধান করবে। কারণ কি কি অনিয়ম হয়েছে, তা চিহ্নিত করা না গেলে সমস্যা সমাধানের উপায় বের করা যাবে না।
এসআই/জেডএস