বেস্ট ব্র্যান্ড : ৯ ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেল এমজিআই
দেশের সেরা ব্র্যান্ডগুলোকে স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে একটি জমকালো আয়োজনের মাধ্যমে ১৬তম বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের বিজয়ীদের নাম ঘোষণা করে দেশের ব্র্যান্ড প্র্যাকটিশনারদের বৃহত্তম প্রতিষ্ঠান বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। এ বছর ৪৪টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন ব্র্যান্ডের হাতে তুলে দেওয়া হয় মোস্ট লাভড ব্র্যান্ড অব বাংলাদেশ বা দেশের সেরা ব্র্যান্ডের সম্মানসূচক পুরস্কারটি।
এছাড়া ১৫টি ব্র্যান্ডকে দেওয়া হয় ‘ওভারঅল টপ ১৫ মোস্ট লাভড ব্র্যান্ডস অব বাংলাদেশ’ সম্মাননা। রিসার্চ এজেন্সি এনসার্চ লিমিটেডের অংশীদারিত্বে এবং দ্য ডেইলি স্টারের সহযোগিতায় আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৪-এ মোট ৬০টি সম্মাননা দেওয়া হয়। বছরের সেরা ব্র্যান্ড বাছাই করতে এনসার্চ লিমিটেড একটি জরিপ পরিচালনা করে। এই জরিপটি বাংলাদেশের আটটি বিভাগের শহর ও গ্রামীণ উভয় অঞ্চলে পরিচালিত হয়েছিল। সমান শতাংশের নারী ও পুরুষ নিয়ে মোট ১১,২০০ জনের সাক্ষাৎকার নেওয়া হয়।
ফ্রেশ মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) এর একটি ব্র্যান্ড এবং বাংলাদেশের অন্যতম শীর্ষ ব্র্যান্ড। ভোক্তাদের আস্থা অর্জনের জন্য বছরের পর বছর ধরে কাজ করে যাচ্ছে এই ব্র্যান্ডটি। এই বছর ব্র্যান্ডটি বিভিন্ন বিভাগে মোট ৯টি পুরস্কার অর্জন করেছে। ফ্রেশ আটা-ময়দা-সুজি, ফ্রেশ রিফাইন্ড সুগার এবং সুপার ফ্রেশ ড্রিংকিং ওয়াটার তাদের নিজ নিজ ক্যাটাগরিতে ১ম স্থান অধিকার করেছে। সুপার ফ্রেশ সয়াবিন তেল, ফ্রেশ ফুলক্রিম মিল্ক পাউডার, ফ্রেশ প্রিমিয়াম সল্ট, ফ্রেশ টিস্যু তাদের ক্যাটাগরিতে ২য় সর্বাধিক প্রিয় ব্র্যান্ড হয়ে উঠেছে। এছাড়াও ফ্রেশ মসলা সংশ্লিষ্ট মশলা ক্যাটাগরিতে ৩য় স্থান অর্জন করেছে।
এমজিআই তার ব্র্যান্ডের উপর আস্থা রাখার জন্য পরিবেশক, ভোক্তা, চ্যানেল, অংশীদার এবং শুভাকাঙ্ক্ষীদের কৃতজ্ঞতা জানিয়েছে।
জেডএস