পুঁজিবাজারে লেনদেনের সময় বাড়ল আরও আধা ঘণ্টা
৩০ মে পর্যন্ত চলমান বিধিনিষেধে পুঁজিবাজারে লেনদেনের সময় আরও আধা ঘণ্টা বাড়ানো হয়েছে। এর ফলে সোমবার (২৪ মে) থেকে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত পুঁজিবাজারে লেনদেন হবে।
রোববার (২৩ মে) বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসির) কমিশনার অধ্যাপক শেখ শামসুদ্দিন আহমেদ।
তিনি বলেন, মহামারি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান বিধিনিষেধ আগামী ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সময়ে ব্যাংকগুলোর লেনদেন ও ব্যাংক খোলা রাখার সময় আগের চেয়ে আধা ঘণ্টা বাড়ানো হয়েছে। ব্যাংকের সঙ্গে সমন্বয় রেখে আগামীকাল থেকে পুঁজিবাজারের লেনদেনের সময় আধা ঘণ্টা বাড়ানো হয়েছে।
বর্তমানে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পুঁজিবাজারে লেনদেন হয়।
আগামী ৩০ মে পর্যন্ত বিধিনিষেধ বাড়িয়ে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব রেজাউল ইসলাম স্বাক্ষতি প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমান করোনাভাইরাসজনিত পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় নতুন কিছু শর্তে ২৩ মে মধ্যরাত থেকে ৩০ মে মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ বাড়ানো হলো।
এমআই/জেডএস