নাগরিকদের স্বপ্নপূরণে কাজ করছে রিহ্যাব : সভাপতি
আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব সভাপতি মো. ওয়াহিদুজ্জামান বলেছেন, নাগরিকদের স্বপ্নপূরণে কাজ করে যাচ্ছে রিহ্যাব।
সোমবার (২৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিহ্যাব আয়োজিত পাঁচ দিনব্যাপী আবাসন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রিহ্যাব সভাপতি বলেন, অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে সঙ্গে মানুষের ভালো জায়গায় সুন্দর একটি ফ্ল্যাট নিয়ে থাকার আগ্রহ থাকে। আমরা নাগরিকদের সেই স্বপ্নপূরণে কাজ করে যাচ্ছি। রিহ্যাব এবং ক্রেতাদের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে প্রতিবছর এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে রিহ্যাব মেলা কমিটির চেয়ারম্যান আক্তার বিশ্বাস বলেন, এ মুহূর্তে যা আমাদের জন্য বড় সংকট তৈরি করেছে ড্যাপের ফ্লোর এরিয়া রেশিও হ্রাস হওয়া বিষয়টি। জিডিপিতে ১৫ শতাংশ অবদান রাখা আবাসন শিল্প আজ অনেকটা হুমকির মুখে। তাই ড্যাপ দ্রুত সংশোধন করা জরুরি।
রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী বলেন, বর্তমান প্রেক্ষাপটে একজন নাগরিকের পক্ষে হাউজিং লোন ছাড়া ফ্ল্যাট বা প্লট ক্রয় করা প্রায় অসম্ভব। পরিকল্পিত ও আধুনিক বাসস্থান তৈরিতে গৃহঋণের অবদান অনস্বীকার্য। ক্রেতারা যাতে খুব সহজে এই ঋণ পেতে পারে সেই উদ্যোগ গ্রহণ করতে হবে।
আগারগাঁওয়ে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া এই আবাসন মেলা চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ড. সিদ্দিকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ হাবিবুল্লাহ।
আয়োজকরা জানান, এবারের মেলায় বিভিন্ন আবাসন কোম্পানির পাশাপাশি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানও অংশ নিয়েছে। রিহ্যাব ফেয়ার ২০২৪-এ ২২০টি স্টল রয়েছে। এই ফেয়ারে ৫টি গোল্ড স্পন্সর, ১৮টি কো-স্পন্সর, ১৮টি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও ১০ অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানকে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়া হয়েছে।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন। মেলায় প্রবেশে সিঙ্গেল এন্ট্রি টিকিটের প্রবেশ মূল্য ৫০ টাকা। আর মাল্টিপল এন্ট্রি টিকিটের মূল্য ধরা হয়েছে ১০০ টাকা। মাল্টিপল এন্ট্রি টিকিট দিয়ে একজন দর্শনার্থী মেলার চলাকালীন পাঁচবার প্রবেশ করতে পারবেন। এন্ট্রি টিকিটের সম্পূর্ণ অর্থ দুস্থদের জন্য কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির কাজে ব্যয় করা হবে। টিকিটের রাফেল ড্রতেও রয়েছে আকর্ষণীয় পুরস্কার।
এএসএস/জেডএস