ঢাকায় চাপ কমাতে আশপাশের শহরের সঙ্গে যোগাযোগ বাড়ানোর কাজ চলছে
ঢাকার ওপর চাপ কমাতে আশপাশের শহরগুলোর সঙ্গে যোগাযোগ বাড়ানোর কাজ চলছে বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান।
সোমবার (২৩ ডিসেম্বর) আগারগাঁওয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিহ্যাব আয়োজিত পাঁচ দিনব্যাপী আবাসন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রাজউক চেয়ারম্যান বলেন, রাজধানীর আশপাশের শহরগুলোর যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করে ঢাকার ওপর চাপ কমানোর পরিকল্পনা রয়েছে আমাদের। আমরা পরিকল্পনা করেছি ঢাকার আশেপাশে দিয়ে কয়েকটি কমার্শিয়াল জোন করব। সেটা সাভার হতে পারে, ডেমরা হতে পারে, নারায়ণগঞ্জ হতে পারে।
তিনি বলেন, ডিটেল এরিয়া প্ল্যান (ড্যাপ) নিয়ে যেসব অভিযোগ রয়েছে আগামী দুই সপ্তাহের মধ্যে আমরা সেই সমস্যাগুলোর সমাধান করে ফেলতে পারব বলে আশা করছি। এ বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি, সরকারের পক্ষ থেকে, রাজকের পক্ষ থেকে এ বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের কাজ চলমান আছে। আগামী দুই সপ্তাহের মধ্যে এর সমাধান হয়ে যাবে।
ছিদ্দিকুর রহমান বলেন, ভবন ব্যবহারের অকুপেন্সি সার্টিফিকেট খুব দ্রুত দেওয়ার বিষয়ে আমরা কাজ করছি। এটা নিয়ে নানা জটিলতা ছিল, এটাকে আমরা সহজ করার উদ্যোগ নিয়েছি। সার্টিফিকেট দিতে যদি কোনো বিলম্ব জটিলতা হয় তাহলে সেই সংশ্লিষ্ট কর্মকর্তাকে জবাবদিহিতার আওতায় আনা হবে।
রিহ্যাব মেলা প্রসঙ্গে সংশ্লিষ্টদের তিনি বলেন, রিহ্যাবের পক্ষ থেকে যেসব ফ্ল্যাট করা হয় ৩ বছর কাজ ৬ বছরেও শেষ হয় না। অনেক সময় জনভোগান্তি ও হয়রানি হয় বলে অভিযোগ আসে। যেন এমন না হয় সেদিকে লক্ষ্য রাখবেন আপনারা। আমরা জলাধার ও কৃষিজমি কোনোভাবেই নষ্ট হতে দেব না। আপনার ভবন করার সময় মাথায় রাখবেন, সেখানে যেন আলো বাতাস থাকে। ভবিষ্যত প্রজন্মকে সুন্দর পরিবেশ দিয়ে যেতে চাই আমরা।
রিহ্যাব সভাপতি মো. ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ হাবিবুল্লাহ, রিহ্যাব সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী ভূঁইয়া, সহ-সভাপতি ও মেলা কমিটির চেয়ারম্যান আক্তার বিশ্বাস, কমিটির কো-চেয়ারম্যান মিরাজ মুক্তাদির প্রমুখ।
এএসএস/জেডএস