ঢাকায় নতুন অফিস চালু করল এসকিমি
ঢাকায় নতুন অফিস উদ্বোধন করেছে ফুল-স্ট্যাক অ্যাডটেক সলিউশন প্রদানকারী প্রতিষ্ঠান এসকিমি। ক্রমবর্ধমান বাজারের চাহিদা পূরণ এবং স্থানীয় কমিউনিটি গঠনে নতুন অফিসটি বাংলাদেশে কোম্পানির দ্রুত সম্প্রসারণ করতে সাহায্য করবে। ২০১৭ সালে প্রতিষ্ঠানটি ৪০ জন সদস্য নিয়ে পদচারণা শুরু করে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) এসকিমির নতুন অফিস উদ্বোধন করা হয়।
এসকিমির নতুন এই পদক্ষেপকে ‘কোম্পানির অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক’ বলে উল্লেখ করেছেন প্রতিষ্ঠানের সিইও ভিটাস পকস্টিস। তিনি বলেন, টিমের সদস্য ও কমিউনিটির সবার সংযুক্ত থাকা ও সহযোগিতা বৃদ্ধির জন্য আমরা একটি আধুনিক ওপেন স্পেস তৈরি করেছি।
তিনি আরও বলেন, বাংলাদেশ এবং ৪০টির বেশি দেশে অ্যাডটেক মার্কেটে নিজেদের প্রতিষ্ঠিত করেছে এসকিমি। প্রতিষ্ঠানটি বৈশ্বিক ডিজিটাল বিজ্ঞাপন প্রবণতা, যেমন- অ্যাটেনশন ইকোনমি, নতুন ক্রিয়েটিভ ফরম্যাট এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়ে প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজনের পরিকল্পনা করেছে।
এসকিমির দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক যশুয়া প্রত্যয় অধিকারী বলেন, বাংলাদেশে আমাদের লক্ষ্য হচ্ছে ক্লায়েন্ট এবং আগ্রহী ব্যক্তিদের আধুনিক অ্যাডটেক ল্যান্ডস্কেপে সফলভাবে কাজ করার জন্য প্রয়োজনীয় সমাধান এবং জ্ঞান প্রদান করা।
তিনি আরও বলেন, ঢাকায় আমাদের কমিউনিটি ক্রমাগত প্রসারিত হচ্ছে এবং আমরা একসঙ্গে আরও সৃজনশীল, কার্যকর এবং ডেটানির্ভর অনলাইন ক্যাম্পেইন পরিচালনা করছি। দুই হাজারেরও অধিক প্রতিষ্ঠানের আস্থা অর্জন করে এসকিমি ইতোমধ্যে দুই লাখেরও বেশি সফল বিজ্ঞাপন ক্যাম্পেইন পরিচালনা করেছে।
এমজে