সুইজারল্যান্ড থেকে ১৭৫ কোটি টাকায় কেনা হচ্ছে ৫০ হাজার টন গম
চলতি অর্থবছরের জন্য সুইজারল্যান্ড থেকে ৫০ হাজার টন গম কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় ধরা হয়েছে ১৭৫ কোটি ২৮ লাখ ৪০ হাজার টাকা।
বুধবার (১৩ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, খাদ্য মন্ত্রণালয়ের আওতায় চলতি ২০২৪-২৫ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ-২ এর আওতায় ৫০ হাজার টন গম কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় ধরা হয়েছে ১৭৫ কোটি ২৮ লাখ ৪০ হাজার টাকা। প্রতি মেট্রিক টন গমের দাম পড়বে ২৯২.১৪ মার্কিন ডলার।
আরও পড়ুন
সুপারিশ করা দরদাতা প্রতিষ্ঠান হলো সুইজারল্যান্ডের এম/এস অ্যাস্টন এগ্রো-ইন্ডাস্ট্রিয়াল এএস এবং স্থানীয় এজেন্ট : গ্লোবো-পিউ ইনক।
এর আগে গত ৬ নভেম্বর চলতি ২০২৪-২৫ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সিঙ্গাপুরের এগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেডের কাছ থেকে প্যাকেজ-১ এর আওতায় ৫০ হাজার মেট্রিক টন গম ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেয় সরকার। এতে ব্যয় হবে ১৮০ কোটি ৮২ লাখ ৮০ হাজার টাকা। প্রতি টন গমের দাম পড়বে ৩০১.৩৮ মার্কিন ডলার।
এমএম/এসএসএইচ