এফবিসিসিআইয়ে বৈষম্যবিরোধী সংস্কার পরিষদের ৮ প্রস্তাব
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নির্বাচনের আগে অধিভুক্ত সব অ্যাসোসিয়েশন এবং চেম্বারের নির্বাচন সম্পন্ন করার প্রস্তাব জানিয়েছেন অ্যাসোসিয়েশনের বৈষম্যবিরোধী সংস্কার পরিষদ। এর পাশাপাশি ৮ দফা প্রস্তাব জানিয়েছেন তারা।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ দাবি জানানো হয়।
বক্তারা বলেন, গত দেড় দশকে এফবিসিসিআই কর্তৃক বাজার নিয়ন্ত্রণে উদাসীনতা এবং ব্যর্থতার কারণে সিন্ডিকেটের প্রভাবে অনেক নিত্যপণ্য ও ভোগ্যপণ্যের বাজারমূল্য দ্বিগুণ, তিনগুণ বাড়িয়ে একটি মহল রাতারাতি আঙুল ফুলে কলাগাছ বনে গেছে। এফবিসিসিআইয়ের নেতৃত্ব শুধুমাত্র কর্পোরেট ব্যবসায়ী ও কর্পোরেট হাউজগুলোর স্বার্থ রক্ষার কাজে ব্যস্ত ছিল, এখানে মাঝারি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ এফবিসিসিআইয়ের সেবা থেকে বঞ্চিত ছিল। গত ১৮ আগস্ট এফবিসিসিআইয়ের সাধারণ পরিষদ সদস্যরা বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর পর্ষদ বিলুপ্ত করে প্রশাসক নিয়োগের আবেদন করেন এবং সরকার গত ১১ সেপ্টেম্বর এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে প্রশাসক নিয়োগ দেন।
আরও পড়ুন
এ সময় ৮ দফা সংস্কার প্রস্তাবগুলোর কথা উল্লেখ করে তারা বলেন, এফবিসিসিআইয়ের নির্বাচনের আগে এর অধিভুক্ত সব অ্যাসোসিয়েশন এবং চেম্বারের নির্বাচন সম্পন্ন করতে হবে।
এই প্রস্তাবনার যৌক্তিকতার বিষয় উল্লেখ করে তারা বলেন, বিগত ১৫ বছরে অধিকাংশ চেম্বার এবং অ্যাসোসিয়েশনসমূহে সীমাহীন দলীয়করণ করা হয়েছে। অধিকাংশ চেম্বার এবং অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ছাত্র-গণহত্যার সহযোগী হিসেবে বিভিন্ন মামলার আসামি এবং অনেকেই পলাতক অবস্থায় রয়েছেন, ফলে বাণিজ্য সংগঠনগুলোতে এক ধরনের শূন্যতা বিরাজ করছে। এ অবস্থায় আগামী নির্বাচনে রাজনৈতিক প্রভাবমুক্ত সত্যিকারের সৎ, যোগ্য ব্যবসায়ী প্রতিনিধিদের এফবিসিসিআইয়ের সদস্যভুক্তি অত্যন্ত জরুরি। এফবিসিসিআইয়ের নির্বাচনের পূর্বে এফবিসিসিআই অধিভুক্ত সব চেম্বার এবং অ্যাসোসিয়েশনগুলো বিলুপ্ত করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে হবে।
সংস্কার বাকি প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে- মনোনীত পরিচালক প্রথা সম্পূর্ণ বাতিল করা। সভাপতি, সহ-সভাপতি এবং পরিচালক পদে সরাসরি নির্বাচনের ব্যবস্থা করা। এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদ ছোট করা। সহ-সভাপতি ৭ জনের স্থলে ৩ জন করা।
পরিচালনা পর্ষদ ছোট করে চেম্বার গ্রুপ থেকে ১৫ জন পরিচালক এবং অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ২৫ জন পরিচালক নির্ধারণের জন্য সুপারিশ করা। এফবিসিসিআইসহ সব অ্যাসোসিয়েশন এবং চেম্বারে পরপর দুইবার নির্বাচিত কর্মকর্তাদেরকে কমপক্ষে একবার বিরতি গ্রহণ করতে হবে।
সবশেষে নির্বাচনী তফশিল ঘোষণার পরে সাধারণ ভোটারদেরকে যেকোনো উপহার, উপঢৌকন প্রদান সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে জরিমানাসহ আজীবন সদস্যপদ বাতিলের মতো কঠোর শাস্তির বিধান করতে হবে। প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি মানার জন্য লিখিত অঙ্গীকারনামা প্রদান করবেন বলে সংস্কার প্রস্তাবনায় উল্লেখ করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- এফবিসিসিআইয়ের বৈষম্য বিরোধী সংস্কার পরিষদের সমন্বয়ক আবুল কাসেম হায়দার, জাকির হোসেন নয়ন, গিয়াসউদ্দিন চৌধুরী খোকন, জাকির হোসেন প্রমুখ।
এএসএস/এমজে