বিএসইসি স্বাধীনতা সুবর্ণজয়ন্তী পুরস্কার পেল ব্র্যাক ইপিএল
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) স্বাধীনতা সুবর্ণজয়ন্তী পুরস্কার-২০২৩ পেয়েছে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড।
প্রতিষ্ঠানটি দেশের পুঁজিবাজারের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য স্টক ব্রোকার অ্যান্ড স্টক ডিলার ক্যাটেগরিতে দ্বিতীয় পুরস্কার লাভ করেছে।
বুধবার (২২ মে) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছ থেকে পুরস্কার ট্রফি গ্রহণ করেন ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসানুর রহমান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খান এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামসহ বিএসইসির কমিশনাররা।
এসআই/পিএইচ