বিসিএসের ইফতার বিতরণ ও দোয়া মাহফিল
গত ২৫ মার্চ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস) পথশিশু ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করে। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ কম্পিউটার সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ শামসুল আরেফিন।
উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির ভাইস প্রেসিডেন্ট (এডমিন) রেজাউল করিম, ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) মো. আব্দুল বাসেদ, ভাইস প্রেসিডেন্ট (অ্যাকাডেমিক) জয়নাল আবেদীন, সেক্রেটারি জেনারেল এলিন ববি, জয়েন্ট সেক্রেটারি (এডমিন) শরিফুল আনোয়ার, জয়েন্ট সেক্রেটারি (অ্যাকাডেমিক) প্রকৌশলী মো. নাজমুল হুদা মাসুদ, ট্রেজারার মোহাম্মদ শাহরিয়র হোসেইন খানসহ সকল কাউন্সিলরবৃন্দ। ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিসিএসের ফেলো ও মেম্বারগন এবং প্রাক্তন কমিটির সদস্যগণ।
ইফতার অনুষ্ঠানে আগত অতিথিগণ বক্তব্য প্রদান করেন ও পথশিশুদের সাথে ইফতার শীর্ষক আয়োজনের জন্য বিসিএসের ভূয়সী প্রশংসা করেন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিসিএসের আগামী দিনের পথচলায় সার্বিক সহায়তারও আশ্বাস দেন। এ ছাড়া প্রেসিডেন্ট ও সেক্রেটারি জেনারেলসহ অন্যান্য সদস্যদের বক্তব্য প্রদান শেষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পুরো পরিবার, মহান মুক্তিযুদ্ধের সকল শহীদগণের, বিসিএসের পরোলোকগত সকল সদস্যের জন্য দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত দোয়ায় আগত অতিথিদের সাথে উপস্থিত ছিলেন সুবিধাবঞ্চিত পথশিশু ও রোজাদারগণ।
দোয়া শেষে বিসিএসের অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ শামসুল আরেফিন উপস্থিত গণমাধ্যম কর্মীসহ সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এবং ভবিষ্যতের বিসিএসের পাশে থাকার আহ্বান জানিয়ে ইফতার মাহফিলের সমাপ্তি ঘোষণা করেন।
এনএফ