গ্রাহকের অর্থ আত্মসাৎ: আলিফ ফাইন্যান্সের বিরুদ্ধ দুদকের অনুসন্ধান
দুইটি স্কিমের আওতায় জমা করা গ্রাহকের সাড়ে ২৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগের আলিফ কমার্স অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের চেয়ারম্যান মুহাম্মদ নুরুল ইসলামসহ ১৩ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ঢাকার সিএমএম আদালতের নির্দেশনায় দুদকের প্রধান কার্যালয় থেকে সম্প্রতি এমন অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক সূত্রে জানা যায়, গত নভেম্বরের প্রথম সপ্তাহে এক গ্রাহকের দায়ের করা নালিশী মামলা দায়ের করেছিলেন। যা পরে দুদকে পাঠানোর সিদ্ধান্ত নেয় আদালত। ওই অভিযোগে বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠান আলিফ কমার্স অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের চেয়ারম্যান মুহাম্মদ নুরুল ইসলাম ১৩ কর্মকর্তা বিরুদ্ধে মুদারাবা টার্ম ডিপোজিট রিসিপ্ট এবং মুদারাবা মান্থলি প্রফিট স্কিমের বিপরীতে জমা করা ২৬ লাখ ৫০ হাজার টাকা আমানতকারীকে ফেরত না দিয়ে আত্মসাৎ করেছেন। অভিযোগের সঙ্গে ১০ পাতার রেকর্ডপত্রও যুক্ত করা হয়েছে। যা দুদকের মানিলন্ডারিং ইউনিট থেকে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছে কমিশন।
আরএম/এমএ