লেনোভোর ১৩টি নতুন ল্যাপটপ বাজারে আনল গ্লোবাল ব্র্যান্ড
বিশ্ববিখ্যাত জনপ্রিয় ব্র্যান্ড লেনোভো ইন্টেল ১৩ প্রজন্মের ৫টি আলাদা আলাদা সিরিজের মোট ১৩টি ল্যাপটপ বাংলাদেশের বাজারে আনার ঘোষণা দিয়েছে লেনোভোর অনুমোদিত পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।
উল্লিখিত ৫টি সিরিজ এর মধ্যে রয়েছে -IdeaPad Slim 5i/ Pro 5i; IdeaPad Flex 5i; LOQ Gaming; Legion Gaming ও Yoga (Yoga 6i, Yoga Pro 7i, Yoga 9i)।
প্রতিনিয়ত প্রযুক্তিগত পরিবর্তনের কথা মাথায় রেখে ভিন্ন ভিন্ন ব্যবহারকারীদের সময় উপযোগী প্রয়োজন মেটাতে এই ল্যাপটপগুলোতে কি কি প্রযুক্তিগত পরিবর্তন এবং সংযোজন করা হয়েছে, এ ব্যাপারে বিস্তারিত জানান গ্লোবাল ব্র্যান্ডের লেনোভো বিজনেস হেড রেজাউল করিম তুহিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রফিকুল আনোয়ার, ডিরেক্টর জসীম উদ্দীন খোন্দকার, হেড অব চ্যানেল সেলস সমীর কুমার দাস, জেনারেল ম্যানেজার কামরুজ্জামান এবং হেড অব ব্রান্ড কমিউনিকেশন সেলিম আহম্মেদ বাদলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।