দাম নিয়ন্ত্রণে চিনির শুল্ক কমলো
দাম স্বাভাবিক রাখতে সব ধরনের চিনি আমদানিতে শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চিনির দামে লাগাম টানতে বুধবার (১ নভেম্বর) এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম সই করা প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।
এনবিআরের নির্দেশনা অনুসারে অপরিশোধিত চিনি আমদানিতে মেট্রিকটন প্রতি কাস্টমস ডিউটি (সিডি) ৩ হাজার টাকা থেকে কমিয়ে ১৫০০ টাকা এবং পরিশোধিত চিনি আমদানিতে শুল্ক ৬ হাজার টাকা থেকে কমিয়ে ৩ হাজার টাকা করা হয়েছে।
আগামী ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত আমদানিকারকরা চিনি খালাস করতে ওই সুবিধা পাওয়ার কথা নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, বর্তমানে চিনি আমদানিতে শুল্ক-ভ্যাট মিলিয়ে প্রায় ৫০ শতাংশ কর দিতে হয়।
এনবিআর সূত্রে জানা যায়, সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সে সভায় আমদানি, সরবরাহ পরিস্থিতি ও বাজারমূল্যসহ বিভিন্ন বিষয়ে পর্যালোচনা হয়। ওই বৈঠকে চিনির দাম স্থিতিশীল রাখতে শুল্ক হার যৌক্তিকীকরণের জন্য এনবিআরকে অনুরোধ করা হয়।
গত ১৪ আগস্ট থেকে কার্যকর হওয়া সরকার নির্ধারিত নতুন দর অনুযায়ী খোলা চিনির কেজি ১৩০ টাকা। একইভাবে প্যাকেটজাত চিনি ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে বাজারে চিনি ৫ থেকে ১০ বেশি দামে বিক্রি হতে দেখা গেছে।
আরএম/এসএম